সাফল্য ধরে রেখেছে মেয়েরা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে তিন বছরের ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে মেয়েরা। গতকাল প্রকাশিত ২০২১ সালের ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের পেছনে ফেলেছে তারা। এর আগে ২০১৭ থেকে ২০১৯ সালের পরীক্ষায়ও এগিয়ে ছিল মেয়েরা। ২০২০ সালে অটোপাসের কারণে পাসের হার ছিল শতভাগ। তবে সেবার জিপিএ-৫ বেশি পেয়েছিল মেয়েরা।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তথ্য অনুয়ায়ী, এবার মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ, যা বোর্ডের মোট পাসের হারের (৮৯ দশমিক ৩৯) চেয়েও বেশি। বিপরীতে ছেলেদের পাসের হার ৮৬ দশমিক ৮৯ শতাংশ। এর আগে ২০১৯ সালে ছেলেদের ৫৯ দশমিক ২১ শতাংশের বিপরীতে মেয়েদের পাসের হার ছিল ৬৫ দশমিক ১১ শতাংশ।
এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ জন। এর মধ্যে মেয়ে আছে ৭ হাজার ৬৭০ জন, ছেলে আছে ৬ হাজার ৫০ জন। এবার মোট পরীক্ষার্থী ছিল এক লক্ষ এক হাজার ২৫১ জন। তবে পরীক্ষায় উপস্থিত হন ৯৯ হাজার ৬২৮ জন। এর মধ্যে ৫০ হাজার ৩২২ জন ছাত্রী এবং ৪৯ হাজার ৩০৬ জন ছাত্র উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমোট নম্বর ২০০, পেল ২১৮!
পরবর্তী নিবন্ধউল্লেখযোগ্য ১০ কলেজের ফল