সাপ্তাহিক হাটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

খাগড়াছড়ি

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির ৯টি উপজেলায় প্রায় শতাধিক সাপ্তাহিক হাট রয়েছে। পাহাড়ের বিভিন্ন প্রান্তের মানুষেরা এসব হাটে সমাগম করেন। অভিযোগ রয়েছে, এসব হাটে মারাত্মকভাবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, এসব হাটে ক্রেতা-বিক্রেতাদের অধিকাংশের মুখে মাস্ক নেই। মাস্ক না পরা নিয়ে নানা অজুহাতও রয়েছে তাদের।
স্থানীয়রা জানান, লকডাউনে খাগড়াছড়ির হাটগুলোতে শতাধিক মানুষ জড়ো হচ্ছে। কোথাও কোথাও উন্মুক্ত স্থানে বাজার বসলেও অধিকাংশ হাট চলছে আগের মতো। সামাজিক দুরত্ব রক্ষার কোনো চেষ্টাই নেই ক্রেতা-বিক্রেতাদের মধ্যে। সচেতনতা সৃষ্টিতে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন তারা।
যদিও লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গত ছয়দিনে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় ৬১১ জনকে জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন বলেন, খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও প্রতিটি উপজেলায় অভিযান চলছে। লকডাউনে গণপরিবহন বন্ধ। তবে কিছু কিছু ইজিবাইক চলছে। স্বাস্থ্যবিধি কার্যকর ও সচেতনতা সৃষ্টিতে জেলা প্রশাসন সতর্ক রয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধহেফাজতের তাণ্ডবে বিএনপি জড়িত- কাদের
পরবর্তী নিবন্ধ‘মাস্ক ব্যবহারে সচেতন হওয়া জরুরি’