‘মাস্ক ব্যবহারে সচেতন হওয়া জরুরি’

| বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

করোনায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী নুর মানিকের ব্যক্তিগত উদ্যোগে গতকাল নগরীর নিউ মার্কেট সংলগ্ন নতুন রেলওয়ে স্টেশনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রেলওয়ে শ্রমিক লীগের অতিরিক্ত সম্পাদক ইকবাল হোসেন সোহেল, ষোলশহর শাখা রেলওয়ে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এ আর জুয়েল, রেলওয়ে শ্রমিক লীগ নেতা সিদ্দিক আলী, এমদাতদুল হক, আবদুল আলী আজিম, শাহাব উদ্দিনসহ নেতৃবৃন্দ।
৮নং শুলকবহর ওয়ার্ড : শুলকবহর ওয়ার্ডের মির্জারপুলসহ বিভিন্ন এলাকায় মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। জনসাধারণের মাঝে এসব মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ সভাপতি ও চট্টগ্রাম জুনিয়র চেম্বার অব কমার্সের সাবেক সদস্য মোহাম্মদ মহসীন। এ সময় উপস্থিত ছিলেন মামুনুর রহমান, সিদ্দিক আহমদ জুয়েল, আজিজুর রহমান, আলফাজ আহম্মদ, ঝরনা বেগম শিউলি, মরিয়ম আক্তার, লাভলি বেগম, শাহিনুর বেগম, আসমা আক্তার, রিমা আক্তার, হোসেন, শাকিল, মনিরুল ইসলাম, আরমান মিয়া, মোহাম্মদ ইউছুপ, সাইমন, আজমল, জাফরান মিয়া, সাইফুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাপ্তাহিক হাটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি
পরবর্তী নিবন্ধচুয়েট, কুয়েট ও রুয়েটে সমন্বিত ভর্তির আবেদন শুরু শনিবার