সাধু মিষ্টি ভান্ডারসহ ৭ দোকান উচ্ছেদ

চেরাগী মোড়ে ভবনের সামনে অনুমোদনহীন দোকান

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৭ পূর্বাহ্ণ

নগরের চেরাগী পাহাড় মোড়ে অনুমোদনহীনভাবে নির্মিত সাধু মিষ্টি ভান্ডারসহ সাতটি দোকান উচ্ছেদ করেছে সিডিএ। এর মধ্যে কয়েকদিন আগে গড়ে ওঠা সিপি ফাইভ স্টার নামে একটি দোকানও রয়েছে। উচ্ছেদ হওয়া বাকি দোকানগুলোতে ফুল বিক্রি হতো। গতকাল সকালে পরিচালিত উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) তাহমিনা আফরোজ চৌধুরী। অংশ নেন সহকারী অথরাইজড অফিসার মো. আনোয়ার হোসেন। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ফয়েজ আহমেদ আজাদীকে বলেন, ডেভেলপার প্রতিষ্ঠান রিয়া প্রপার্টিজ লিমিটেড সেখানে বহুতল ভবন নির্মাণ করে। সিডিএ প্ল্যানে ভবনে কোনো দোকান নির্মাণের অনুমোদন নেই। কিন্তু ভবনের সামনে দোকান নির্র্মাণ করা হয়েছে। ডেভেলপার প্রতিষ্ঠান ২০১৮ সালে অভিযোগ করে, ভূমির মালিক দোকানগুলো নির্মাণ করেছে। স্বেচ্ছায় দোকানগুলো সরিয়ে নেয়ার জন্য সিডিএ থেকে নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু বারবার বলার পরও সরিয়ে নেয়নি। তাই অভিযানের মাধ্যমে উচ্ছেদ করা হলো।
সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী আজাদীকে বলেন, ভবিষ্যতে নির্মাণ করলে আমরা আবার উচ্ছেদ অভিযান চালাব।

পূর্ববর্তী নিবন্ধজি কে শামীমের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধআবারও চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ