আবারও চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

উইমেন’স টি-টোয়েন্টি

| সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৮ পূর্বাহ্ণ

ওপেনিংয়ে নেমে দারুণ এক ফিফটি করলেন ফারজানা হক। অন্যরা ভালো করতে না পারায় পুঁজি যদিও বেশি বড় হলো না। তবে বোলাররা যথারীতি মেলে ধরলেন নিজেদের। আয়ারল্যান্ডকে আবার হারিয়ে টানা তৃতীয়বারের মতো উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। খবর বিডিনিউজের।
দুই দলেরই মূল টুর্নামেন্টে খেলা নিশ্চিত হয়েছিল আগেই। আবু ধাবিতে গতকাল রোববার ফাইনালে বাংলাদেশ জিতল ৭ রানে। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ১২০ রান। ৫৫ বলে ৭ চারে ৬১ রান করেন ফারজানা। দুই অঙ্কে যেতে পারেন আর কেবল রুমানা আহমেদ (২১)। জবাবে ৭ উইকেটে ৫৮ রানের নড়বড়ে অবস্থানে থেকে ৯ উইকেটে ১১৩ পর্যন্ত যেতে পারে আয়ারল্যান্ড।

পূর্ববর্তী নিবন্ধসাধু মিষ্টি ভান্ডারসহ ৭ দোকান উচ্ছেদ
পরবর্তী নিবন্ধপোর্ট কানেকটিং রোডে চালকদের তিন ঘণ্টা অবরোধ