পোর্ট কানেকটিং রোডে চালকদের তিন ঘণ্টা অবরোধ

এক নম্বর জেটি গেট ও সিপিআর গেটে চাঁদাবাজির প্রতিবাদ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের এক নম্বর জেটি গেট ও সিপিআর গেটে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইমমুভার ট্রেইলার চালকরা নগরীর পোর্ট কানেকটিং রোডে ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। সকাল থেকেই এ অবরোধ শুরু হয়। এতে দু পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সিএমপির ট্রাফিক ইন্সপেক্টর (টিআই প্রসিকিউশন বন্দর) রেজাউল করিম আজাদীকে জানান, সড়কের উপর ট্রাক, কার্ভাডভ্যান ও প্রাইমমুভার রেখে অবরোধ করায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাদের অভিযোগ, মালিক ও শ্রমিক সংগঠনের নাম দিয়ে তাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের আশ্বাস দেন, এ ধরনের কোনো চাঁদাবাজি সড়কে চলতে দেওয়া হবে না। আশ্বস্ত হয়ে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।

পূর্ববর্তী নিবন্ধআবারও চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধআমিরাতকে হারিয়ে জয়ের ধারায় বাংলাদেশ