আমিরাতকে হারিয়ে জয়ের ধারায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫২ পূর্বাহ্ণ

আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। গতকাল দুবাই স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। আফিফ এর ব্যাটিংয়ের পর মিরাজের স্পিনের কাছে হার মেনেছে আরব আমিরাত। এই জয়ের ফলে টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ।
টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই রানের খাতা খোলার আগে ফিরেন সাব্বির। পরের ওভারে ফিরেন লিটন দাশ। ৮ বলে করেন ১৩ রান। সুবিধা করতে পারেনি রাব্বিও। ফিরেছে মাত্র ৪ রান করে। মেহেদী মিরাজ ফিরেন ১৪ বলে ১২ রান করে। এরপর জুটি বাধেন আফিফ এবং মোসাদ্দেক। কিন্তু ৩০ রানের বেশি যোগ করতে পারেনি দুজন। ষষ্ট উইকেটে আফিফ এবং সোহান মিলে টেনে নিয়ে যান দলকে। দুজন অবিচ্ছিন্ন থাকেন ৮৭ রান করে। শেষ পর্যন্ত বাংলাদেশ সংগ্রহ করে ১৫৮ রান। আফিফ অপরাজিত থাকেন ৫৫ বলে ৭৭ রান করে। সোহান অপরাজিত থাকেন ২৫ বলে ৩৫ রান করে। ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল আরব আমিরাত। ৬৬ রানে দুই ওপেনারকে ফেরায় বাংলাদেশ। চিরাগ সুরি ৩৯ এবং ওয়াসিম ফিরেন ১৫ রান করে। এরপর মেহেদী মিরাজের ঘূর্ণির মুখে পড়ে লাকরা এবং অরবিন্দ। এদুজন করেন যথাক্রমে ১৯ এবং ১৬ রান। এরপর স্বাগতিকদের মিডল অর্ডার আর দাঁড়াতে পারেনি। শেষ দিকে আফজাল এবং কার্তিক প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সে চেষ্টা ভেঙে দেন মোস্তাফিজ। ১২ রান করা কার্তিককে ফেরান বোল্ড করে। শেষ ওভারে আমিরাতের জয়ের জন্য দরকার ছিল ১১ রান। তৃতীয় বলে ফিরেন আফজাল খান। চতুর্থ বলে জুনায়েদকে ফিরিয়ে আমিরাতকে ১৫১ রানে অল আউট করে দেন শরীফুল। মিরাজ এবং শরীফুল নিয়েছেন ৩টি করে উইকেট।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট কানেকটিং রোডে চালকদের তিন ঘণ্টা অবরোধ
পরবর্তী নিবন্ধআরো শতাধিক জনবল চায় ক্যান্সার ওয়ার্ড