সাতকানিয়ায় গুলিবিদ্ধ হয়ে আহত যুবকের মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ১০ নভেম্বর, ২০২১ at ৪:৫৮ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় চাচাতো ভাইকে অস্ত্র চালানো শেখানোর সময় অসাবধানবশত ট্রিগারে চাপ পড়ে গুলিবিদ্ধ ব্যবসায়ী মারা গেছেন। নিহতের নাম পঙ্কজ তালুকদার মনু (৩১)। গত শুক্রবার রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনা জোটপুকুরিয়া সাধন মেম্বারের বাড়ি এলাকার চন্দন চৌধুরীর বাড়ির উঠানে এ ঘটনা ঘটলেও সোমবার রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পঙ্কজ উপজেলার নলুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সুপ্রকাশ তালুকদারের ছেলে।
নিহতের মামাতো ভাই জয় চৌধুরী জানান, ফুফাতো ভাই পঙ্কজ কালি পূজা উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুরে সপরিবারে আমাদের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার রাতে অনিক চৌধুরী, রানা চৌধুরী, সঞ্জয় চৌধুরীসহ আমরা চাচাতো-জেঠাতো ভাইয়েরা মিলে বাড়ির উঠানে বসে লুডু খেলছিলাম। এসময় সঞ্জয় চৌধুরীর সাথে থাকা একটি বন্দুক হাতে নিয়ে নড়াচড়া করছিল অনিক। তখন ফুফাতো ভাই পঙ্কজ পাশে দাঁড়ানো ছিল। অনিক সঞ্জয়কে গুলি ঢুকানোসহ কিভাবে অস্ত্র চালাতে হয় তা দেখাতে বলে। সঞ্জয় অস্ত্রটি হাতে নিয়ে অনিককে নিয়ম-কানুন দেখিয়ে দেয়। এসময় অসাবধানবশত সঞ্জয় ট্রিগারে চাপ দিয়ে ফেললে পাশে দাঁড়িয়ে থাকা পঙ্কজ গুলিবিদ্ধ হয়। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া সদরের একটি বেসরকারি হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ২টার দিকে পঙ্কজ মারা যায়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম ঘটনার দিন রাতে একটি অবৈধ অস্ত্র নিয়ে সঞ্জয় চৌধুরী নামের এক যুবক অপর একজনকে গুলি ঢোকানোসহ চালানোর নিয়ম শিখাচ্ছিল। এসময় অসাবধানতা বশত ট্রিগারে চাপ পড়লে পাশে দাঁড়িয়ে থাকা পঙ্কজ গুলিবিদ্ধ হয়। আমরা ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআড়াই বছর পর পূর্ণাঙ্গ হচ্ছে চবি ছাত্রলীগের কমিটি
পরবর্তী নিবন্ধএবার এক জালে ধরা পড়ছে ৯০টি লাল কোরাল