সাইফউদ্দিন,সাব্বিরকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৪ আগস্ট, ২০২২ at ৬:৩৬ পূর্বাহ্ণ

অবশেষে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড। সেখানে জায়গা পেয়েছেন সাইফউদ্দিন, সাব্বিরের সাথে মাহমুদউল্লাহ রিয়াদও। শনিবার এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এবারের এশিয়া কাপের দলে অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে।
গত জিম্বাবুয়ে সফরে অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান, এর আগে নেতৃত্ব ছিল মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে। প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরলেন সাব্বির রহমান। সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। এক সময়ের আরেক তারকা ক্রিকেটার সৌম্য সরকারের ফেরার গুঞ্জন উঠলেও তাকে বাইরে রেখেই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

গত বছর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেন সাইফউদ্দিন। ইনজুরিতে দীর্ঘদিন ছিলেন দলের বাইরে। এশিয়া কাপ দিয়েই দলে ফিরেছেন তিনিও। ইনজুরি শঙ্কা থাকলেও স্কোয়াডে আছেন উইকেটরক্ষক সোহানও।

এশিয়া কাপের জন্য ১৭ জনের দল: সাকিব আল হাসান, এনামুল, মুশফিক, আফিফ, মোসাদ্দেক, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি, সাইফউদ্দিন, হাসান, মোস্তাফিজ, নাসুম, সাব্বির, মেহেদি মিরাজ, এবাদত, পারভেজ, নুরুল, তাসকিন।

পূর্ববর্তী নিবন্ধভেটারেন ফুটবলে চট্টগ্রাম শেখ রাসেল ক্রীড়া চক্রের জয়
পরবর্তী নিবন্ধতিন বছর পর কেন দলে সাব্বির?