সাংবাদিক রোজিনার হেনস্তাকারীদের বিচার ও মামলা প্রত্যাহার দাবি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২১ মে, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

দৈনিক প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতন ও হেনস্তাকারীদের বিচারের দাবিতে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার উপজেলা সদরের ইছাখালি চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলায় কর্মরত সাংবাদিকেরা অংশ নেয়। এতে স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে অংশ নেন। মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি আকাশ আহমেদ। রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সহসভাপতি পান্থনিবাস বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, এনায়েতুর রহিম, এম এ কোরেশী শেলু, আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা, আরিফুল হাসনাত, আশিক এলাহি। শিক্ষক আবু সায়েম, রুবায়েত রাশেদ, মো. আইয়ুব, নুরুল ইসলাম আজাদ, দ্বীপায়ন সুশীল, হাবীবুর রহমান, শহীদুল ইসলাম প্রমুখ।
ভাসানী অনুসারী পরিষদ ঃ ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী , মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু এক যৌথ বিবৃতিতে বলেছেন, ঔপনিবেশিক আইন দিয়ে স্বাধীন বাংলাদেশে নিপীড়নের শিকার প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম। সচিবালয়ের অভ্যন্তরে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও সাজানো মামলায় আটক করায় নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ অনতিবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তিদানের দাবি জানান। নেতৃবৃন্দ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরে যে অনিয়ম ও দুর্নীতি চলছে তা তদন্তের জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ গ্রহণ করার দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধভারতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা
পরবর্তী নিবন্ধদুস্থদের মাঝে ছাত্র-যুব ঐক্য পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ