সর্বত্র জ্ঞান চর্চার পরিবেশ নিশ্চিত হোক

| মঙ্গলবার , ২৮ ডিসেম্বর, ২০২১ at ৬:৪৭ পূর্বাহ্ণ

মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয় তার মানবিক মূল্যবোধের জন্য যেটা অন্যান্য প্রাণীদের থেকে মানুষকে পৃথক করেছে। মানবিক মূল্যবোধ জাগ্রত করার একমাত্র উপায় হলো বইপড়া তথা জ্ঞান রাজ্যে প্রবেশ করা। চাকরি কিংবা জীবন সংগ্রামে ও দেশ পরিচালনার উচ্চ আসনে নিজেকে স্থান দিতে পুঁথিগত বিদ্যার উপর বেশি জোর দেওয়া হয়। যার কারণে মনুষ্যত্বের বিকাশ সঠিকভাবে হয়না। মনুষ্যত্বের পরিবর্তন না হলে ন্যায় অন্যায় সঠিকভাবে বিচার করা সম্ভব হয় না। ফলশ্রুতিতে পুঁথিগত বিদ্যা আত্মস্থ করে সমাজ ও দেশের উচ্চাসনে বসে থাকা ব্যক্তিরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন সাথে দেশ ও সমাজ দুর্নীতির করালগ্রাস থেকে বেরিয়ে আসতে পারছে না। যেহেতু মনুষ্যের বিবেককে সর্বশ্রেষ্ঠ আদালত হয় তাই মানবিক মূল্যবোধ বিকশিত করার জন্য জ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। জ্ঞান চর্চা শুধৃ শিক্ষাপ্রতিষ্ঠানে আবদ্ধ না করে সকল অফিস-আদালতে লাইব্রেরি স্থাপন করা অত্যাবশক। পাশাপাশি সকলকে বই পড়া তথা জ্ঞান চর্চার মানসিকতা গড়ে তুলতে হবে। মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে কলুষতা মুক্ত সমাজ, দেশ ও রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।

মো.আবু তারেক
শিক্ষার্থী,আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধআবদুল জব্বার খান : বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পথিকৃৎ
পরবর্তী নিবন্ধঅবিলম্বে কালুরঘাট রেল কাম সড়ক সেতুর বাস্তবায়ন চাই সংস্কার নয়