সরকার নির্ধারিত ভাড়ার বাড়তি না দিতে যাত্রীদের প্রতি আহ্বান সুজনের

| বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৬:৩৬ পূর্বাহ্ণ

সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া না দিতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম সুজন। গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে যাত্রীদের প্রতি এ আহ্বান জানান তিনি। এসময় তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির তীব্র সংকট সৃষ্টি হয়েছে। এ সংকট সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। প্রায় সকল রাষ্ট্র এ পরিস্থিতিতে হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় সরকারকে অন্যান্য দেশের মতো জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে। কিন্তু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে এক ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে যা কারো কাম্য ছিল না। অত্যন্ত দুঃখজনকভাবে আমরা দেখেছি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে কতিপয় পরিবহন মালিক সংগঠন হঠাৎ করে ধর্মঘটের ঘোষণা দিয়ে জনজীবনকে অশান্ত করার পাঁয়তারাতে লিপ্ত হয়েছে। সরকার নির্ধারিত ভাড়ার তালিকাও তারা মানছে না, তারা নিজেদের ইচ্ছেমতোই ভাড়া আদায় করছে। এতে করে যাত্রী সাধারণের সাথে প্রতিদিন পরিবহন চালক-সহকারীর বাকবিতণ্ডা হচ্ছে, অনেক ক্ষেত্রে হাতাহাতির ঘটনাও ঘটছে। এমতাবস্থায় সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রতিটি স্ট্যান্ড এবং গাড়ির দৃশ্যমান স্থানে প্রদর্শন করার উদ্যোগ গ্রহণ করতে বিআরটির প্রতি অনুরোধ জানান তিনি। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে তা স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানোর পাশাপাশি ঐ গাড়ির নম্বরসহ ছবি তুলে ০১৭৮১১০২৩০১ এ নম্বরে হোয়াটসঅ্যাপে প্রেরণ করার অনুরোধ জানান সুজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল আজ কাল
পরবর্তী নিবন্ধইছানগরে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের বৃক্ষরোপণ কর্মসূচি