সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করছে

সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনে ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:৪৯ পূর্বাহ্ণ

হাটহাজারী আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বর্তমান সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। তাই জনগণের স্বার্থ রক্ষার জন্য শহরের সাথে সাথে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এলাকার স্বার্থে সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের উন্নয়নের সুফল যাতে সকলে ভোগ করতে পারে সেজন্য সজাগ থাকতে হবে। অবকাঠামো উন্নয়নে যাতে কোনোরকম অনিয়ম না হয় সেজন্য উপকারভোগীদের প্রকল্পের কাজে তদারকি করতে হবে। তিনি গতকাল সোমবার হাটহাজারী পৌরসভার সুজানগর এলাকায় সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন, পৌরসভার সচিব বিপ্লব মুহুরী, সহকারী প্রকৌশলী বেলাল আহম্মদ খাঁন, থানার ওসি রফিকুল ইসলাম, সাংসদের সহকারী একান্ত সচিব সৈয়দ মনজুরুল আলম মঞ্জু ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে মাদক বিক্রিতে বাধা, দুই যুবককে জখম
পরবর্তী নিবন্ধভায়োলিনের শহর, কুমার বিশ্বজিৎ-সমরজিৎ-সামির গান