সীতাকুণ্ডে মাদক বিক্রিতে বাধা, দুই যুবককে জখম

আসামি আ. লীগ নেতার ছেলে ভাইসহ ১৪ জন

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:৪৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের মুরাদপুরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় দুই যুবকের হাত-পা ভেঙে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের একজন স্থানীয় ইউপি সদস্যের ভাই। এ ঘটনায় গতকাল রাতে মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলমের ছেলে, ভাই, ভাতিজা ও মেয়ের জামাইসহ ১৪ জনকে আসামি করে সীতাকুণ্ড মডেল থানার মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছেন ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন শফি। থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গুলিয়াখালি সি-বিচ সংলগ্ন এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করছিল তিন যুবক। এ সময় মেহেদী নামে স্থানীয় এক যুবক তাদের বাধা দেয়। পরদিন মোবারক নামে এক ব্যক্তি মেহেদীকে ফোন করে গুলিয়াখালী এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে গত শুক্রবার রাতে সীতাকুণ্ড থানায় সালিশী বৈঠক হয়, যা পরে পণ্ড হয়ে যায়। এ ঘটনার জের ধরে ওইদিন রাতে গুলিয়াখালী জামে মসজিদ কবরস্থান এলাকায় সাইফুল, কামালসহ ১৫-২০ জন মিলে ইউপি সদস্য নুরুল আমিন শফির ছোট ভাই ব্যবসায়ী নুরুল কবির রবিউল (৩৩) ও রকিয়ত উল্লাহকে (৪৮) মাথায় কুপিয়ে জখম করে ও হাত-পা ভেঙে দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে নুরুল কবিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মামলার আসামিরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলমের ছেলে আশিক (২২), ভাই জয়নাল আবেদীন (৪৮), ফারুক (৩৮), দিদার (৩৪), বেয়াই ইসলাম (৫৫), ভাগিনা সাইফুল (২৪), নাজমুল (২৩), নেজাম উদ্দিন (৩৮), ভাতিজা নুরুউদ্দিন উদ্দিন(৩৮), কামাল উদ্দিন (৩৭), নজরুল (২৭), সুমন (২৭) ও মেয়ের জামাই জাহিদ পারভেজ বাপ্পি (২৭)।
ইউপি সদস্য নুরুল আমিন শফি বলেন, থানায় মামলা করার পর আসামিরা আমাদের পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে মীমাংসার জন্য থানায় বৈঠক করা হয়েছে। কিন্তু দুই পক্ষের উত্তেজনা ও কথা কাটাকাটির জন্য বিষয়টি সমাধান হয়নি। মামলায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব আবহাওয়া দিবস আজ
পরবর্তী নিবন্ধসরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করছে