সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ ও মিছিল

| শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ১০:১৪ পূর্বাহ্ণ

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেল ৪টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সমাবেশ ও মিছিল নগরীর নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রায়হান উদ্দিন, চট্টগ্রাম

 

বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ, নগর শাখার সাধারণ সম্পাদক প্রীতম বড়ুয়া, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা, সদস্য মোহাম্মদ সৌরভ ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শিক্ষার বাণিজ্যিকীকরণের ফলে যে শিক্ষার্থীরা ঝরে পড়ছে তাদেরকে শিক্ষাঙ্গণে ফিরিয়ে আনার কোনো পদক্ষেপ নেই। যারা উচ্চশিক্ষা অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে তারাও সরকারদলীয় ছাত্র সংগঠনের নির্যাতনের শিকার। বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাস দখলদারিত্বের ফলে যে অগণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি হয়েছে তাতে সুস্থ জ্ঞান চর্চা কখনো সম্ভব নয়। অবিলম্বে অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তি নিশ্চিত করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা। সমাবেশ শেষে একটি মিছিল চট্টগ্রাম জিপিও হয়ে নিউমার্কেট গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।+

 

পূর্ববর্তী নিবন্ধরাহুল গান্ধীর ২ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধচন্দনাইশের বরমায় একেএম মন্নানের মৃত্যুবার্ষিকী পালিত