সবজিতে স্বস্তি, কমতির দিকে ডিম-মুরগি

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩ ডিসেম্বর, ২০২২ at ৮:১০ পূর্বাহ্ণ

সরবরাহ বাড়ায় কমছে সব ধরনের সবজির বাজার। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজির দাম কেজিতে কমেছে ১০ টাকা পর্যন্ত। সবজি বিক্রেতারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকার কারণে সবজির ফলনও ভালো হয়েছে। তাই উত্তরাঞ্চল থেকে সবজিবাহী ট্রাকের প্রবেশ বেড়েছে। এছাড়া চট্টগ্রামের স্থানীয় উপজেলাগুলো সবজির সরবরাহ বেড়েছে তাই দাম কমতির দিকে রয়েছে।

 

নগরীর কাজীর দেউড়ি এবং ব্যাটারি গলি কাঁচাবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকা, শিম ৫০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা এবং মূলা বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। এছাড়া বেগুন ৬০ টাকা, লাউ ৪০ টাকা, শসা ৬০, চিচিঙ্গা ৫০, বরবটি ৬০ টাকা, পটল ৪০, পেপে ৩০ টাকা, চালকুমড়া ৫০, ঢেঁড়স ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো ৯০ টাকা এবং কচুরলতি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

সবজি বিক্রেতা মোহাম্মদ আলী আজম বলেন, বাজারে সবজির সররবাহ বেড়েছে তাই গত সপ্তাহের তুলনায় দাম কমেছে। কাঁচাপণ্যের বাজার কখনো ঠিক থাকে না। এক সপ্তাহে বাড়ে তো আরেক সপ্তাহে কমে।

কাজীর দেউড়ি বাজার আসা ক্রেতা ফরিদ উদ্দিন বলেন, সবজির বাজার আগের চেয়ে কমেছে। আসলে আমাদের দেশে কেবল রমজান মাস আসলে সবজির বাজারে প্রশাসন অভিযান চালায়, পরে তাদের আর কোনো খোঁজ খবর থাকে না। ফলে বিক্রেতারা নিজেদের খেয়াল খুশি মতো দাম বৃদ্ধি করেন। অন্যদিকে গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম ১০ টাকা এবং ব্রয়লার মুরগি কেজিতে কমেছে ১৫ টাকা। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৩০ থেকে ১৩৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। অপরদিকে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

পূর্ববর্তী নিবন্ধহালদায় এস্কেভেটর জব্দ, জরিমানা
পরবর্তী নিবন্ধনগরীতে বিনামূল্যে চাল, আলু ও ডিম বিতরণ