রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৯:২২ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা ৭টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ১নং ওয়ার্ড উত্তর নোয়াগাও এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. আবদুল্লাহ (২)।

সে ওই এলাকার উত্তর নোয়াগাও হাফেজ আমিনুর রহমান বাড়ির মো. ফরিদুল হকের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় পৌর কাউন্সিলর জালাল উদ্দীন জানান, এদিন বিকালের দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে বড়ভাইয়ের সাথে খেলছিলো আব্দুল্লাহ। একপর্যায়ে বড়ভাই আম পাড়ার জন্য গাছে উঠে৷ অন্যদিকে তখন শিশু আব্দুল্লাহ খেলতে খেলতে পুকুরে নেমে গিয়ে তলিয়ে যায়।

এক পর্যায়ে তাকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি করলে আধাঘন্টা পর তার নিথর দেহ পাওয়া যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল্লাহ পরিবারের তিন সন্তানের মধ্যে সবার ছোট সন্তান। তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একইদিন রাত ৯টার দিকে নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনিউ মার্কেট এলাকায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
পরবর্তী নিবন্ধভুয়া প্রকৌশলীর পাত্রী হতে গিয়ে ধর্ষণের শিকার হলেন তরুণী