সন্তানের জন্য বাবার প্রার্থনা

মুসলেহ্‌উদ্দিন মুহম্মদ বদরুল | সোমবার , ২৫ মার্চ, ২০২৪ at ১০:১৩ পূর্বাহ্ণ

৩ মেয়ের পরে আল্লাহ আমাকে দান করলেন ২ পুত্র সন্তান জুনায়েদ হাফিজ ও জুবায়ের হাফিজ। জন্মের আগেই ওদের নাম ঠিক করে রেখেছিলাম। আল্লাহ রাহমানুর রাহিমের নিকট অশেষ শোকরিয়া, তিনি আমার অন্তরের বাসনা পূরণ করেছেন। জুনায়েদ হাফিজ ঢাকায় থাকে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ ১০ম সেমিস্টারের ছাত্র ও জুবায়ের হাফিজ চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় ১০ম শ্রেণীতে পড়ে। জুনায়েদকে জিজ্ঞেস করলাম, কবে আসবে এবং ঈদের কেনাকাটা কখন করবে? হোয়াটসঅ্যাপে ছেলে মেসেজে জানালো, ‘আসসালামু আলাইকুম। ঈদ কেনাকাটা লাগবে না আব্বু। আপনি বরং ওই টাকাগুলা আপনার চিকিৎসা খাতে ব্যয় করেন।’ বুঝলাম, পিতার অসুস্থতা আমার গুণধর পুত্রের কচি মনে বিষন্নতার, দাগ কেটেছে। ঈদ আনন্দের চেয়েও বাবার শারীরিক সুস্থতাই, তার কাছে মহা আনন্দের। হে পরওয়ারদিগার, আমার পুত্রদ্বয়কে তোমার হেফাজতে সোপর্দ করলাম। প্রিয় নবীজির সাহাবী, তোমার অলি ও দাদার নামের তাছিরে দুভাইয়ের দুনিয়া ও আখেরাতের জিন্দেগী সুন্দর করিও। বাবা হিসেবে সন্তানের জন্য দুহাত তুলে তোমার নিকট ইহাই আমার একমাত্র প্রার্থনা।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধের ময়দানে ছোট্ট শিশুটিও বাঁচতে চায়
পরবর্তী নিবন্ধ২৫শে মার্চ গণহত্যা দিবস