সদারঙ্গের ৩ দিনব্যাপী জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন সম্পন্ন

| সোমবার , ২৯ এপ্রিল, ২০২৪ at ৯:০২ পূর্বাহ্ণ

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ আয়োজিত ৩ দিনব্যাপী ২৭তম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন সম্পন্ন হয় গত শনিবার। গত ২৫ এপ্রিল নগরীর থিয়েটার ইনস্টিটিউটে সম্মেলন উদ্বোধন করেন সঙ্গীত পরিচালক শেখ সাদী খান। তিনি বলেন, যারা উচ্চাঙ্গ সংগীত চর্চা করেন তাঁরা অনন্য ব্যক্তিত্বের অধিকারী হন। তারা কখনও খারাপ হতে পারেন না। আমরা যারা গানবাজনা করি, তারা সকলে সদারঙ্গের কাছে ঋণী২৭ বছর ধরে ধারাবাহিকভাবে এরকম অনন্য আয়োজন করার জন্য।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল বলেন, উচ্চাঙ্গ সংগীতের শ্রোতা তুলনামূলক কম হলেও তাদের মান উচ্চমার্গীয়, সদারঙ্গের প্রতিষ্ঠাতা ও শাস্ত্রীয় সংগীত শাস্ত্রী, পণ্ডিত স্বর্ণময় চক্রবর্ত্তীর রচনা এবং সুরে কলাবতী রাগে নিবদ্ধ ‘মিতবা মোরা আঈ রে…’ বন্দিশটি পরিবেশন করেন শিক্ষার্থীবৃন্দ। ২৬ এপ্রিল, শুক্রবার ছিল সম্মেলনের দ্বিতীয় দিন। গত ২৭ এপ্রিল শনিবার সম্মেলনের সমাপনী দিনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সঙ্গীত অনুরাগী রিয়াজ ওয়ায়েজ। প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকীর সভাপতিত্বে ও রাজীব দাশের সঞ্চালনায় শুরু হয় উচ্চাঙ্গ সংগীতের প্রচার ও প্রসারে উচ্চাঙ্গ সংগীত শিল্পীদের ভূমিকা শীর্ষক সেমিনার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুচকি হাসিতে ভাইরাল, যা বললেন পিয়া জান্নাতুল
পরবর্তী নিবন্ধজাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন