সদরঘাটের এসআই ও সোর্সের বিরুদ্ধে মামলার আবেদন

ভ্যান চালককে নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৫:৪৮ পূর্বাহ্ণ

তুলে নিয়ে নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে নগরীর সদরঘাট থানার এক এসআইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় এক সহযোগীসহ তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন এক ভুক্তভোগী। তারা হলেন, সদরঘাট থানার উপ পরিদর্শক (এসআই) এনামুল হক ও তার সোর্স মো. কায়েস।
গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে মামলার আবেদনটি করেন শাহজাহান নামের একজন ভ্যান চালক। আদালতের পেশকার শফিউল আজম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত। তিনি বলেন, কদমতলীর লাকি ট্রান্সপোর্ট নামের এক প্রতিষ্ঠানের ভ্যান চালক মো. শাহজাহান।
এজহার সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ ভ্যান চালক শাহজানকে সোর্সকে দিয়ে ডেকে নিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অপারগতা প্রকাশ করলে নির্যাতন করা হয়। কর্মস্থলে যাওয়ার সময় তার সাথে এ ঘটনা ঘটে। একপর্যায়ে ৩০ হাজার দিলে তাকে ছাড়া হয়।

পূর্ববর্তী নিবন্ধখরতাপে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট
পরবর্তী নিবন্ধএক ঘণ্টার ব্যবধানে দুই হাজতির মৃত্যু