সঙ্কট মোকাবেলায় দলকে শক্তিশালী করতে হবে

সীতাকুণ্ড পৌর আ. লীগের সভায় বাকের ভুঁইয়া

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২০ at ১১:০১ পূর্বাহ্ণ

নিজেদের অস্তিত্বের স্বার্থে দলে যাতে কোনো অপশক্তি আর কখনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সাময়িক লাভের জন্যে দলের দীর্ঘমেয়াদী কোনো ক্ষতি যাতে না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। বিরোধীদলে গেলেও নিজেদের বিপদে পড়তে না হয়, সেজন্যে দলকে সুশৃঙ্খল ও শক্তিশালী করে সাজাতে হবে। গত ১৭ অক্টোবর নিজ বাসভবন চত্বরে সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত আসন্ন পৌরসভা নির্বাচন ও দলীয় শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া এসব কথা বলেন। মাদক, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে বাকের ভুঁইয়া সীতাকুণ্ড সদরে সহসা একটি বিশাল শো-ডাউন করার ঘোষণা দেন। সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলমের সভাপতিত্বে পৌর আওয়ামী লীগ সম্পাদক অ্যাডভোকেট এম এ সামাদের উপস্থাপনায় বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মহসিন জাহাঙ্গীর, মহিউদ্দিন বাবলু, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, গোলাম রব্বানী, সীতাকুণ্ড পৌরসভার প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু, কাউন্সিলর মাইমুন উদ্দিন মামুন, দিদারুল আলম এ্যাপোলো, সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার জাহাঙ্গির, এ জে এম হোসেন ভুঁইয়া লিটন, মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সোলায়মান খোকন, কাজী মোহাম্মদ সালাউদ্দিন, স্বপন বণিক, মো. নুর উদ্দিন, আবুল হোসেন, জহিরুল আলম জকু, জাহেদ হোসেন, হুমায়ন কবির স্বপন, শাহ্‌ জালাল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শায়েস্তা খান, ছাত্রলীগ নেতা মাকসুদ খান। এসময় উপস্থিত ছিলেন রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ, মেজবাহ উদ্দিন চৌধুরী, জাহেদ হোসেন চৌধুরী ফারুক ও ভুঁইয়া সামী আল মুজতবা শুভ।
বক্তারা ভবিষ্যতে উপজেলা জনপ্রতিনিধি নির্বাচনে আঞ্চলিক ভারসাম্য বজায় রাখা ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাকের ভুঁইয়ার নেতৃত্বে ইস্পাত কঠিন রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, অতীতে রাজনীতির বিভ্রান্তির বেড়াজালে ঘুরপাক খেয়ে আমাদের অনেক খেসারত দিতে হয়েছে, আর নয়। পুলিশি পাহারায় যাতে আর আওয়ামী লীগকে সভা করতে না হয়। সামপ্রদায়িক অপশক্তি যাতে আর রাজপথে আস্ফালন দেখাতে না পারে, সেজন্যে দলকে সাংগঠনিকভাবে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদগাঁওয়ে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকারের সিনিয়র সচিব
পরবর্তী নিবন্ধহাতে লাল কার্ড নিয়ে ধর্ষণ বিরোধী শপথ