সংস্কৃতি চর্চায় নিবেদন শিল্পী সংসদ কাজ করে যাচ্ছে

প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তারা

| সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৭:০৯ পূর্বাহ্ণ

নিবেদন শিল্পী সংসদের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১ এপ্রিল নগরীর ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রুপম মুৎসুদ্দীর টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। উদ্বোধক ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের সহ-সভাপতি অশোক কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন চমেকের সহযোগী ডা. সুমন মুৎসুদ্দী, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, প্রাবন্ধিক বিপ্লব বড়ুয়া প্রমুখ। মৈত্রী চৌধুরী রিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রসুন বড়ুয়া জুয়েল, আসিফ ইকবাল, সজল দাশ, স্বপন বড়ুয়া, সোমা মুৎসুদ্দী। সভায় প্রধান অতিথি বলেন আগামী প্রজন্মকে পরিশুদ্ধ বাঙালি সংস্কৃতি চর্চায় নিবেদন শিল্পী সংসদ ঐকান্তিক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। যা আমাদের তরুণ প্রজন্মের জন্য একটি আশার বিষয়। তিনি শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমের মহানুভবতা নিয়ে নিজেকে প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের কল্যাণের সারথী হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমুদ্রের জীবন, জীবনের সমুদ্র
পরবর্তী নিবন্ধবিএনপির সাংগঠনিক পুনর্গঠন টিমের মতবিনিময় সভা