সংস্কৃতির লালন ও বিকাশে কাজ করে যাচ্ছে সরকার

চারুতা সংগীত একাডেমীর অনুষ্ঠানে প্যানেল মেয়র লিটন

| মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ১১:০৯ পূর্বাহ্ণ

চসিক প্যানেল মেয়র আবদুস সবুর লিটন বলেছেন, চট্টগ্রাম শহর শিল্প সংস্কৃতির এক আঁতুড়ঘর। শিল্পসংস্কৃতি একটি জাতির আত্মপরিচয় বহন করে, চেতনাকে সমৃদ্ধ করে। আওয়ামী লীগ সরকার বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এবং দেশীয় সংস্কৃতির লালন ও বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চারুতা সংগীত একাডেমীর ২৫ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোববার নগরীর থিয়েটার ইন্সটিটিউটে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

হৃদয়ে বাংলাদেশ শিরোনামে এই প্রদর্শনী অনুষ্ঠানে শতাধিক শিশু শিল্পীর নানা চিত্রকর্ম উপস্থাপন ও গান, কবিতা, নৃত্য, যন্ত্রশিল্পসহ নানা ক্যাটাগরিতে শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়।

ফজল আমিন শাওনের সভাপতিত্বে এহতেশামুল হকের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নরায়ন সুর। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোছলেহ উদ্দিনসহ অন্যান্যরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় দুই বাসায় চুরি
পরবর্তী নিবন্ধগরিব অসচ্ছল রোজাদারদের জন্য মনজুর আলমের মানবিক কার্যক্রম