গরিব অসচ্ছল রোজাদারদের জন্য মনজুর আলমের মানবিক কার্যক্রম

| মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ১১:০৯ পূর্বাহ্ণ

প্রায় তিন দশকের ধারাবাহিকতা বজায় রেখে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম গরীব অসচ্ছল রোজাদারদের সেবায় মানবিক কার্যক্রম গতকাল সোমবার থেকে শুরু করেছেন। চাল, ছোলা, চিনি, সেমাই, তেল, চিড়া, চাপাতা মিলিয়ে প্রতিজনের জন্য ১৫ কেজি ওজনে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করছেন এম মনজুর আলম। তিনি ইমামমুয়াজ্জিনদের মাঝে বিতরণ করে কার্যক্রম সূচনা করেন। পরে তিনি নগরীর ১১,১২,২৪ ও ২৬নং ওয়ার্ডে গিয়ে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করেন। ১১, ১২, ২৪ ও ২৬নং ওয়ার্ডে ৫ হাজার গরীব ও অস্বচ্ছলদের মাঝে বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় মোস্তফা হাকিম ওয়েলফেলার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মো. নিজামুল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আযম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, মোরশেদ আকতার চৌধুরী, বাবুল হক, সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণকালে তিনি ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের পানওয়ালা পাড়া নিবাসী প্রতিবন্ধী নাসিমা বেগমকে ইফতার সামগ্রীর সাথে একটি নতুন হুইল চেয়ার দান করেন। তিনি ৪টি ওয়ার্ডে পৃথক ৪টি সমাবেশে বলেন, রোজাদার বান্দাকে আল্লাহতায়ালা পছন্দ করেন। আমরা স্বল্প পরিসরে হলেও গরীব রোজাদারদের সেবা দিতে পেরে গর্বিত। আমাদের এ সেবা কেয়ামত পর্যন্ত আল্লাহতায়ালা যেন জারি রাখেন, তিনি সকলের কাছে সেই দোয়াই কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংস্কৃতির লালন ও বিকাশে কাজ করে যাচ্ছে সরকার
পরবর্তী নিবন্ধ৩৫ টাকায় চাল ও ১০০ টাকায় চিনি বিক্রি করবে চিটাগাং চেম্বার