ষোলশহর রেলগেটের গেটম্যান বরখাস্ত

দায়িত্বে অবহেলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ ডিসেম্বর, ২০২২ at ৫:৪৭ পূর্বাহ্ণ

দায়িত্বে অবহেলার অভিযোগে নগরীর ষোলশহর দুই নম্বর রেলগেটের গেটম্যান বাবুল মিয়াকে বরখাস্ত করা হয়েছে। রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারিক ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। গত বুধবার তাকে বরখাস্ত করা হয়।

তারিক ইমরান আজাদীকে বলেন, বাবুল মিয়ার বিরুদ্ধে ডিউটি না করার অভিযোগ পেয়েছিলাম। সরেজমিনে গিয়ে তাকে ডিউটিতে পাইনি, তার পরিবর্তে অন্য একজন দায়িত্ব পালন করছিলেন। এ জন্য তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনারোধে গেটম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এটি জনগুরুত্বপূর্ণ কাজ। কিন্তু বাবুল মিয়া দায়িত্বে অবহেলা করছিলেন। পাশাপাশি আরেকজনকে দিয়ে নিজের দায়িত্ব পালন করাচ্ছিলেন, যা গুরুতর অপরাধ।

এ বিষয়ে জানতে চাইলে গেটম্যান বাবুল মিয়া বলেন, চাকরি চলে গেছে। এখন আর কিছু বলে লাভ নেই। নিজের পরিবর্তে অন্যজনকে দিয়ে দায়িত্ব পালনের বিষয়টি স্বীকার করেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধশীত কম, তাই শীতের কাপড়ের বাজারও মন্দা
পরবর্তী নিবন্ধবিএনপির ২৭ দফা বাংলাদেশের আগামী দিনের স্বপ্ন : খসরু