বিএনপির ২৭ দফা বাংলাদেশের আগামী দিনের স্বপ্ন : খসরু

আওয়ামী লীগ কি বলল সেটা নিয়ে আমাদের মাথাব্যথা নেই আমাদের মাথা ব্যথা হচ্ছে বাংলাদেশের জনগণ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ ডিসেম্বর, ২০২২ at ৫:৪৭ পূর্বাহ্ণ

বিএনপির ২৭ দফা বাংলাদেশের আগামী দিনের স্বপ্ন বলে মন্তব্য করেছেন সংগঠনটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপির ২৭ দফা এটি রংধনুর মত। এটি সব দল, সব ধর্ম, সব বর্ণ, সব ভাষা, সব মত একসাথে মিলে একটি রংধনুর মত সুন্দর হবে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর প্যারেড মাঠে পূর্ণচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা উপসংঘরাজ সত্যপ্রিয় মহাস্থবির জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া ও ধর্মীয় মহাসম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এই মন্তব্য করেন।

পরে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আওয়ামী লীগ কি বলল সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমাদের মাথা ব্যথা হচ্ছে বাংলাদেশের জনগণ। আমরা আমাদের কাজ করে যাচ্ছি, বাংলাদেশের মানুষকে মাথায় রেখে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা মাথায় রেখে, বাংলাদেশের মানুষের চাহিদা মাথায় রেখে এবং বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমাদের রাজনীতি। গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, আইনের শাসনের পক্ষে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে, জীবনের নিরাপত্তার পক্ষে, মানুষের অধিকার আদায়ের পক্ষে কাজ করে যাচ্ছি। আর এর বিপরীতে যারা দাঁড়িয়ে আছে তাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। তাদেরকে সরিয়ে আগামী দিনে যে জাতীয় সরকার গঠন হবে সে জাতীয় সরকার ২৭ দফা বাস্তবায়ন করবে।

এর আগে চট্টগ্রাম দেবপাহাড়স্থ পূর্ণচার আন্তর্জাতিক বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা মহামান্য উপসংঘরাজ সত্যপ্রিয় মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া ও ধর্মীয় মহাসম্মেলন অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপি শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. অধ্যাপক সুকোমল বড়ুয়া,

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি বাবুচন্দ্র গুপ্ত বড়ুয়া, মহানগর বিএনপির সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া, সাবেক ট্রাস্টি সনৎ তালুকদার, পারদর্শী বড়ুয়া, রঞ্জিত কুমার বড়ুয়া, মহানগর বিএনপির সদস্য মনজুর আলম চৌধুরী, কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, যুবদল যুব সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল, ছাত্রদল যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সাহেদ, বৌদ্ধ সম্প্রদায়ের নেতা পার্থ প্রতিম বড়ুয়া, অপু সেন্টু বড়ুয়া, প্রকৌশলী প্রীতম বড়ুয়া, রুবেল বড়ুয়া, কমল জ্যোতি বড়ুয়া, লিঙ্কন বড়ুয়া, চয়ন বড়ুয়া, তুহিন বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধষোলশহর রেলগেটের গেটম্যান বরখাস্ত
পরবর্তী নিবন্ধ৫ মাসে এডিপির ১৮% বাস্তবায়ন