শ্রীলংকা দলে করোনার হানা

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৪ মে, ২০২১ at ৭:২৮ পূর্বাহ্ণ

শংকা ও অনিশ্চয়তার পর অবশেষে সময়মতোই মাঠে গড়িয়েছে বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে। এই ম্যাচ শুরুর আগে প্রথম কোভিড পরীক্ষায় শ্রীলংকার তিনজন পজিটিভ হওয়ার খবর পাওয়া যায়। তবে ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে পাওয়া দ্বিতীয় পরীক্ষায় পজিটিভ কেবল একজন। এরপর বিসিবি জানায় আইসিসির প্রটোকল অনুযায়ী খেলা চালাতে সমস্যা নেই। ম্যাচের আগের দিন নিয়মিত কোভিড পরীক্ষায় পজিটিভ হন শ্রীলংকার বোলিং কোচ চামিন্দা ভাস, দুই পেসার ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো। পরে দ্বিতীয় পিসিআর পরীক্ষায় ভাস ও উদানার নেগেটিভ আসে। আবারও পজিটিভ আসে ফার্নান্দোর ফল। নিয়ম অনুযায়ী তাকে আইসোলেশনে রেখে শুরু করা হয় ম্যাচ। শ্রীলংকার তিন ক্রিকেটারের পজিটিভ হওয়ার খবর ম্যাচের সকালে ছড়িয়ে পড়লে শংকা জাগে সিরিজ নিয়ে। বিসিবি কর্তারাও দীর্ঘসময় কোনো মন্তব্য করছিলেন না। অবশেষে বিসিবি পরিচালক ও মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুস নিশ্চিত করেন ম্যাচ মাঠে গড়ানোর কথা। প্রথম পরীক্ষায় যে তিনজনের পজিটিভ ফল আসে সেটাকে ভুল বলে ধারনা করা হয়েছিল। পরে রাতেই আবার পরীক্ষা করা হয়। আর তাতে একজন পজেটিভ আর বাকিরা নেগেটিভ আসে। যার পজেটিভ আসে সেই ফার্নান্দোরও কোভিডের কোনো লক্ষণ নেই। ফলে আইসিসির প্রটোকল অনুযায়ী খেলা চালাতে কোনো সমস্যা নেই। আক্রান্তকে আইসোলেশনে রাখা হয়েছে। এসব শঙ্কা আছে বলেই তো এখন বড় স্কোয়াড রাখা হয় সব সিরিজে। ২৮ বছর বয়সী ফার্নান্দো এখনও পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। এরই মধ্যে শ্রীলংকার বোলিং কোচ চামিন্দা ভাস কোভিড টিকার দুই ডোজ নিয়েছেন। দলের বাকি সবাই অন্তত এক ডোজ টিকা নিয়ে বাংলাদেশে এসেছেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধআর্চারি বিশ্বকাপে রিকার্ভ মিশ্র দ্বৈতে বাংলাদেশের রূপা