আর্চারি বিশ্বকাপে রিকার্ভ মিশ্র দ্বৈতে বাংলাদেশের রূপা

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৪ মে, ২০২১ at ৭:২৯ পূর্বাহ্ণ

সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠানরত আর্চারি বিশ্বকাপ স্টেজ-২ এ সোনা জয়ের প্রত্যাশা ছিল বাংলাদেশের সামনে। আশা ছিল রোমান সানারা যুব ক্রিকেটারদের মতো করে আরেকবার বিশ্ব সভায় বাংলাদেশকে তুলে ধরবেন। না তা হয়নি। গতকাল রোববার প্রতিযোগিতার রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ৫-১ সেট পয়েন্টে হেরে রুপা পেয়েছে বাংলাদেশ। ফাইনালের শুরুটা নড়বড়ে হলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়েছিল রোমান সানা-দিয়া সিদ্দিকী জুটি। কিন্তু পরে আর পেরে ওঠেননি তারা। প্রথম সেটে ৩৬-৩০ ব্যবধানে হেরে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় ৩৫-৩৫ ড্র করে। কিন্তু পরের সেটে আর লড়াই জমিয়ে তুলতে পারেননি রোমান-দিয়া; হেরে যান ৩৭-৩৪ ব্যবধানে। ফাইনালে শেষে দিয়া বলেন,‘আমাদেরকে সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এখানে সাফল্য পেতে আসলে অনেক অভিজ্ঞতা দরকার। আমি খুবই কম অভিজ্ঞতা নিয়ে এখানে এসেছিলাম। বলতে গেলে আমি নতুন। তবু যেটা অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে ভালো করার চেষ্টা করেছি, করতেও পেরেছি।’

পূর্ববর্তী নিবন্ধশ্রীলংকা দলে করোনার হানা
পরবর্তী নিবন্ধসাদকে হারিয়ে দুর্ভাবনায় কোচ জেমি ডে