কর্ণফুলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের মতবিনিময় সভা

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২৪ মে, ২০২১ at ৭:২৭ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক, অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা, অনূর্ধ্ব-১৭) আয়োজন উপলক্ষে কর্ণফুলীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানার সভাপতিত্বে ও কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনার কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী। মতবিনিময় সভায় টুর্নামেন্ট আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয় এবং সার্বিক প্রস্তুতি সম্পন্ন করণে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। এতে কর্ণফুলী উপজেলা ফুটবল টিমের ম্যানেজার নির্বাচিত করা হয় মো. সাইফুদ্দিন মানিক, কোচ এম এ রহিম। এছাড়া বাছাই কমিটির আহ্বায়ক আলমগীর কবির, সদস্য শেখ মুহাম্মদ, তালেব আলী, সুমন মেম্বার, মো. ফরিদ, মো. ফরহাদ হোসেন। গ্রাউন্ড কমিটির আহ্বায়ক মো. ফরিদ, সদস্য মো. মামুন, সিদ্দিক বাবু, মো. মবিন, মো. সোহেল ও মো. আরমান। মিডিয়া কমিটির প্রধান সমন্বয়ক মো. নুরুল হক চৌধুরী, সদস্য মোরশেদ আলম পাপ্পু, আকরাম হোসেন রানা। উল্লেখ্য আগামী ২৭ মার্চ স্বাস্থ্যবিধি মেনে উপজেলার কর্ণফুলী এ.জে.চৌধুরী ডিগ্রী কলেজ মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচীনে ২১ অ্যাথলেটের মর্মান্তিক মৃত্যু
পরবর্তী নিবন্ধশ্রীলংকা দলে করোনার হানা