শ্রমিকদের নায্য পাওনা না দেয়া অমানবিক

মে দিবসের আলোচনায় বক্তারা

আজাদী ডেস্ক | সোমবার , ৩ মে, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের সামনে জমায়েত হওয়া শ্রমিকদের উপর পুলিশের গুলিবর্ষণের ঘটনায় শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে প্রতিবছরের ১ মে পালিত হয় মহান মে দিবস। এ বছর করোনা জনিত মহামারীতে বড় পরিসরে পালিত না হলেও অনেক রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিবসটি উপলক্ষে সীমিত পরিসরে আলোচনা সভা, সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে।
শ্রমিক ফেডারেশন : করোনায় আক্রান্ত হয়ে শ্রমিকের মৃত্যুতে তাদের পরিবারের জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এস কে খোদা তোতন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছে ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী করোনায় মারা গেলে তাদের ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ প্রশংসনীয়। এক্ষেত্রে পোশাক শ্রমিকসহ সব শ্রমজীবী মানুষের ক্ষেত্রে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
গত শনিবার মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের আঞ্চলিক কমিটির সহ-সভাপতি জাফর আহম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল তালুকদার এবং শ্রমিকলীগ পাহাড়তলী থানার সভাপতি নাছির উদ্দিন ভুলু। উপস্থিত ছিলেন মো. জাফর আহম্মদ, মো. মুরাদ হোসেন, মো. ইমন, মো. আব্দুল মালেক, মো. টিটু, মো. সুমন, ওমর ফারুক, আব্দুর রহমান, শহীদুল ইসলাম, মো. ইব্রাহিম প্রমুখ।
শ্রমিক-কর্মচারী ফেডারেশন : মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গত শনিবার সকাল ১১টায় সিইপিজেড চত্বরে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা আহ্বায়ক শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক জাহেদুন্নবী কনক, সদস্য মো. ফরহাদ, নাসিরউদ্দিন, মো. সুমন প্রমুখ। বক্তারা বাঁশখালিতে শ্রমিক হত্যার বিচার, ৮ ঘণ্টা কর্মদিবস, ১৬ হাজার টাকা মজুরি, ট্রেড ইউনিয়ন অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন, করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের খাদ্য ও অর্থসহায়তার দাবি জানান।
নগর মহিলা শ্রমিকলীগ : মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিকলীগের উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা গত ১ মে সকালে লালখানবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ারা আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা শ্রমিকলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহানগর মহিলা শ্রমিকলীগের সহ সভাপতি সেলিনা খান, মহিলা শ্রমিকলীগনেত্রী নাসিমা আকবর, মুক্তা জামান, সুমি তালুকদার, কলি খন্দকার, রেহানা বেগম, বুলু আক্তার, কানিজ ফাতেমা প্রমুখ।
ইউনেস্কো ক্লাব : ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলা আয়োজনে গত ১ মে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। ক্লাবের সহ সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে এবং সংগঠনের জেনারেল সেক্রেটারি মুহাম্মদ মনির উদ্দিনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহ সভাপতি ফারুক হাসান, যুগ্ম সম্পাদক মো. আকতার হোসেন, কানিজ ফাতিমা, লায়ন শেখ সামিদুল হক, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, সংস্কৃতি সম্পাদক আবছার উদ্দিন অলি, কাজী আশিক-ই-ওয়াহিদ, ফরিদা আকতার পুষ্প, রফিকুল ইসলাম, শওকত আলী প্রমুখ।
ট্রেড ইউনিয়ন সংঘ : মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, চট্টগ্রাম জেলার উদ্যোগে গত শনিবার সকাল ১০টায় দোস্ত বিল্ডিং চত্বরে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়ন সংঘ চট্টগ্রাম জেলার সহ-সভাপতি আব্দুর রাজ্জাক। মো. শাহ আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংঘের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. মামুন, গণতান্ত্রিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার সাংস্কৃতিক সম্পাদক মৃদুল কান্তি দেব, খোকন মল্লিক, মো. সোহেল, মো. রিপন। সভায় উপস্থিত ছিলেন মো. ইউছুপ ও মো. লোকমান।
টিইউসি চট্টগ্রাম জেলা : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির মে দিবসের সভা গত ১ মে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মৃণাল চৌধুরী। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলা, যুগ্ম সম্পাদক দিলীপ নাথ, সাংগঠনিক সম্পাদক রাহাতউল্লাহ্‌ জাহিদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ মুছা, অলি আহমদ ও গার্মেন্টস শ্রমিক নেতা রিংকু দে। বক্তারা শ্রমিক স্বার্থের শ্রম আইন প্রণয়ন, সর্বনিম্ন জাতীয় মজুরি বিশ হাজার টাকা নির্ধারণ, প্রধানমন্ত্রী ঘোষিত ৪৫০ কোটি টাকার তহবিলের অর্থ লকডাউনে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে বিতরণ, রেশন চালু, স্বাস্থ্যবিধি কার্যকর করে পরিবহন চালু করার দাবি জানান।
শুলকবহর মহল্লা সমাজ কল্যাণ সমিতি:
মহান মে দিবস উপলক্ষে শুলকবহর মহল্লা সমাজ কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য সমাজসেবক সরওয়ার মোস্তফা সেলিমের ব্যক্তিগত উদ্যোগে শুলকবহর এলাকায় শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। শুলকবহর সিডিএ এভিনিউ সড়ক পাশে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর মো. মোরশেদ আলম।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শুলকবহর মহল্লা সমাজ কল্যাণ সমিতির সদস্য মাহমুদ রেজা সুজা, মো. নেজামউদ্দৌলা, সমাজসেবক মোহাম্মদ হুসেন, সালাউদ্দিন মিন্টু, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ সুমন, সমাজসেবক আরিফ সুমন, ছাত্রনেতা তৌসিফ নূরসহ প্রমুখ।
এতে কাউন্সিলর মো. মোরশেদ আলম বলেন,যুগ যুগ ধরে শ্রমজীবী মানুষের হাড় ভাঙ্গা খাটুনির ঘামে শ্রমে গড়ে উঠেছে আজকের এই মানবসভ্যতা।তবুও শ্রমজীবী মানুষের অধিকার উপেক্ষিত। আড়ালে।তাই শ্রমজীবী মানুষের শ্রমের মর্যাদা নিশ্চিত করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধশ্রমজীবী পরিবারকে এক মাসের খাদ্য প্রদানের দাবি
পরবর্তী নিবন্ধদুই হাজার পরিবারে চন্দনাইশ সমিতির ইফতার