শ্রমজীবী পরিবারকে এক মাসের খাদ্য প্রদানের দাবি

| সোমবার , ৩ মে, ২০২১ at ১০:৩০ পূর্বাহ্ণ

বাঁশখালীসহ সকল শ্রমিক হত্যার বিচার, আহত ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ, শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং হত্যায় দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন। এছাড়া শ্রমজীবী পরিবারকে এক মাসের খাদ্য ও নগদ ৫ হাজার টাকা দেওয়ার দাবি জানানো হয়। এ নিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সংগঠনটি।
সমাবেশে সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সহ-সভাপতি সভাপতি মির্জা আবুল বশর। মওলানা ভাসানী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান মারুফ রুমী, গণসংহতি আন্দোলনের সদস্য সচিব ফরহাদ জামান জনি, চট্টগ্রাম জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. নাছির, গার্মেন্ট শ্রমিক সংহতি নেতা মিজানুর রহিম চৌধুরী বাবু, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি নেতা সাধন দে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ৪ বিয়ের অনুষ্ঠানে অভিযান
পরবর্তী নিবন্ধশ্রমিকদের নায্য পাওনা না দেয়া অমানবিক