রাউজানে ৪ বিয়ের অনুষ্ঠানে অভিযান

রাউজান প্রতিনিধি | সোমবার , ৩ মে, ২০২১ at ১০:২৯ পূর্বাহ্ণ

স্বাস্থ্যবিধি অমান্য করে আয়োজন করায় রাউজানে ৪টি বিয়ের অনুষ্ঠানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এ অভিযান পরিচলনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এতে সহযোগিতা করেন পুলিশ ও আনসার সদস্যরা। রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে একটি, বিনাজুরি ইউনিয়নে দুটি ও পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই এলাকায় একটিসহ ৪ বিয়ের অনুষ্ঠানে অতিথি অপ্যায়নের আয়োজন, গান বাজনা ও জনসমাগমপূর্ণ অনুষ্ঠানের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রাদুর্ভাবের মধ্যে বিয়েসহ সব ধরনের অনুষ্ঠান বন্ধ করা হয়। এরপরও আলোকসজ্জাসহ বিয়ের অনুষ্ঠানে জনসমাগমের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করা হয়। প্রাথমিকভাবে ৪টি বিয়ের অনুষ্ঠানের বর-কনে পক্ষকের অভিভাবকদের সতর্ক করা হয়েছে। অনুষ্ঠানে আসা অতিথিদের বোঝালে তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। করোনা পরিস্থিতিতে জনসমাগমপূর্ণ সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআজাদ জামে মসজিদে খতম তারাবির আখেরী মোনাজাত আজ
পরবর্তী নিবন্ধশ্রমজীবী পরিবারকে এক মাসের খাদ্য প্রদানের দাবি