শেষ ম্যাচে বাংলাদেশের হার

হোয়াইট ওয়াশ এড়ালো আয়ারল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ৪:৪২ পূর্বাহ্ণ

ইংল্যান্ডের বিপক্ষে টানা চার ম্যাচ আর আয়ারল্যান্ডের বিপক্ষে টানা চার ম্যাচে অপ্রতিরোধ্য এক বাংলাদেশ। কিন্তু আইরিশদের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে এসে দেখা গেল সেই পুরানো বাংলাদেশকে। হঠাৎ করেই যেন উড়তে থাকা বাংলাদেশ নেমে এলো মাটিতে। ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডকেও হোয়াইট ওয়াশের মিশনে নামা বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেই গেল সফরকারীদের কাছে। সিরিজের শেষ টিটোয়েন্টিতে আয়ারল্যান্ড জিতেছে ৭ উইকেটে।

 

ফলে বাংলাদেশ সিরিজ জিতল ২১ ব্যবধানে। গতকাল যেন একজন পল স্টার্লিং এর কাছেই হেরে গেল বাংলাদেশ। যদিও বল হাতেও আরো বেশি দুর্দান্ত ছিল আইরিশ বোলাররা। আর ব্যাট হাতে যা দেখানোর তা দেখিয়ে ছাড়লেন পল স্টার্লিং। আয়ারল্যান্ড এই ম্যাচে সাতজন বোলারকে ব্যবহার করেছে। তাদের সবাই

উইকেট পেয়েছেন। কিন্তু বাংলাদেশের বাটাররা পারেনি সে সব বোলারদের ঠিক ততটা নিয়ন্ত্রণ করতে। আগের ম্যাচগুলোর ব্যাটিংটা যেন ভুলেই গিয়েছিল বাংলাদেশ। সে সাথে বোলাররা দেখাতে পারেনি তাদের ছন্দ। আর তাতে ফল যা হওয়ার তাই হয়েছে।

টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা একেবারেই বিবর্ণ। আগের দুই ম্যাচের একেবারে বিপরীতে যেন হাঁটতে থাকে দলটি। আগের দুই ম্যাচে যেখানে বাংলাদেশের দুই ওপেনার ঝড়ের বেগে শুরু করেছে সেখানে এই ম্যাচে একেবারেই বিপরীতে। শুরু থেকেই বিপর্যয়ে বাংলাদেশ দল। দুই ওপেনার

বিচ্ছিন্ন হন মাত্র ৯ রানে। ফিরেন ৫ রান করা লিটন দাশ। রনি তালুকদারের সাথে এরপর নাজমুল হোসেন শান্ত যোগ দিলেও অবস্থার পরিবর্তন হয়নি। দ্বিতীয় উইকেটে এ দুজন যোগ করেন মাত্র ৯ রান। এবার ফিরেন শান্ত ৪ রান করে। পরের ওভারে ফিরেন রনি তালুকদার। তার ব্যাট থেকে আসে ১৪ রান। সাকিব

আল হাসান, তৌহিদ হৃদয় সবাই হাঁটলেন একই পথে। ব্যর্থতার মিছিলেই যেন সামিল হতে গেলেন সবাই। তবে সে ব্যর্থতার মিছিলেও একজন ছিলেন ব্যতিক্রম। যিনি দলকে টেনে নিয়ে গেছেন। তিনি শামীম পাটোয়ারী। একপ্রান্ত আগলে রেখে দলকে টানছিলেন তিনি। টেনেছেন একেবারে শেষ ওভার পর্যন্ত।

তুলে নিয়েছেন নিজের হাফ সেঞ্চুরি। অথচ অপর প্রান্তে তাকে কেউ সহযোগিতা দিতে পারেনি। মূলত তারই ব্যাটে চড়ে বাংলাদেশ দল পৌছে ১২৪ রানে। শামীম পাটোয়ারী করেন ৪২ বলে ৫১ রান। যেখানে তিনি মেরেছেন ৫টি চার এবং ২টি ছক্কা। শামীম পাটোয়ারী ছাড়া আর দুজন ব্যাটার দুই অংকের ঘরে

যেতে পেরেছে। তারা হলেন তৌহিদ হৃদয় ১২ এবং নাসুম আহমেদ ১৩। আয়ারল্যান্ডের পক্ষে সফল বোলার মার্ক এডায়ার। তিনি ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট। ১০ রানে ২ উইকেট নিয়েছেন ম্যাথু হ্যামপেরাস।

১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম দুই ওভারে ১৫ রান তুলে নেয় আয়ারল্যান্ডের দুই ওপেনার। তৃতীয় ওভারে এসে প্রথম ধাক্কাটা দেন তাসকিন। রস এডায়ারকে বোল্ড করে ভাঙ্গেন ১৭ রানের উদ্বোধনী জুটি। ষষ্ট ওভারে আঘাত হানেন শরীফুল। এবার তার শিকার লরকান টাকার। কিন্তু একপ্রান্তে ঝড়

তুলছিলেন পল স্টার্লিং। তাকে থামানো যাচ্ছিল না। শেষ পর্যন্ত তাকে থামানো গেছে বটে। তবে ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। তিনি ম্যাচটাকে নিজেদের পকেটে পুরে নিয়ে চলে গেছেন। ক্যারিয়ারের প্রথম টিটোয়েন্টি ম্যাচ খেলতে নামা রিশাদ হোসেনে বলে আউট হওয়ার আগে ৪১ বলে ৭৭ রান করে এসেছেন

পল স্টার্লিং। তিনি ১০টি চারের পাশাপাশি ৪টি ছক্কার মার মেরেছেন। বাকি কাজটা হ্যারি ট্যাক্টর এবং কার্টিস ক্যাম্পার নির্বিঘ্নে সেরে এসেছেন। ট্যাক্টর ১৪ রানে এবং ক্যাম্পার ১৬ রানে অপরাজিত থাকেন।

পূর্ববর্তী নিবন্ধসাগরে নিখোঁজ চীনা প্রকৌশলীর লাশ মিলল আনন্দবাজার খালে
পরবর্তী নিবন্ধপথচারীরাই তাদের টার্গেট