খড়ের কুটোটি–
মধ্যসাগরে প্রমত্তা ঢেউয়ে
আঁধারের বুকে রূপালি দীপাবলি
লালসার চোরাবালি
অট্টহাসিতে আছড়ে পড়ছে
কামুক জলধি
তর্জন গর্জন তুড়ি মেরে অনুক্ষণ
সরীসৃপ বিনোদন
নাচের মুদ্রায় উৎসব সজ্জায়
কী অতল জলস্রোত
লোনা স্বপ্নের আহত অক্ষরগুলো
হ য ব র ল—–
শুদ্ধ সফল প্রহরের অপেক্ষায়
কেবলি গোঙায়
নিমগ্ন জলকাব্যের নির্বাক সাঁতার
শূন্যের অবারিত মহিমায়