আগে জানতাম না

জিন্নাহ চৌধুরী | সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২০ at ১:০৮ পূর্বাহ্ণ

খাটের ওপর এপাশ ও পাশ। ডাইনে ও বাঁয়ে,
প্রেম হচ্ছে এখন তাদের সকাল বিকালে চায়ে।
টিসুর মত এই প্রেম তাদের আর
কতদিন থাকে,
পান থেকে চুন খসলে তবে কে কার
খবর রাখে।
দু’জন যায় দুই দিকেতে এইবারেই শেষ সমোঝতায়,
পুতুলের খিদে খাদ্য হয়ে যায় তিতা
নিমের পাতায়।
সকালের কথা বিকেলে যায় ভুলে
ধূসরতায় দিন।
অল্পেতে বিশ্বাস ব্যথা পায়, রক্ত জলহয়
মানুষ প্রেমহীন।
আগে বুঝতাম না
আজ বুঝলাম প্রেম তো কষ্টের আরেক নাম,
সহজে প্রেমহয় অনেকদিন জানতাম,
প্রেমের অনেক দাম আজই জানলাম।

পূর্ববর্তী নিবন্ধব্যাকুলতা
পরবর্তী নিবন্ধশূন্যের মহিমা