আস্থা ও ভালবাসার প্রতীক আজাদী

এম এ গফুর | সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২০ at ১:১৬ পূর্বাহ্ণ


সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র জননন্দিত আজাদী ৬১তম বর্ষে পদার্পণ করায় আমাদের ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধা। সুদীর্ঘ ৬০ বছর ধরে দৈনিক সংবাদপত্র হিসেবে একটানা প্রকাশনার গৌরবজনক ঐতিহ্যবাহী, প্রভাবশালী ও সর্বাধিক জনপ্রিয় পত্রিকা দৈনিক আজাদী। মরহুম ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক, অধ্যাপক মোহাম্মদ খালেদ সংবাদপত্র ও সাংবাদিকতার জগতে পথিকৃৎ এই দুই মহান কীর্তিমান পুরুষের অক্লান্ত প্রচেষ্টার ফলশ্রুতিতে ধারাবাহিকভাবে আজাদীর অন্তহীন যাত্রা অব্যাহত রয়েছে। আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক আজাদীকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন অনেকটা পূরণ করে চলেছে দৈনিক আজাদী। প্রতিষ্ঠাকাল থেকে আজাদী সত্য ও ন্যায়ের পক্ষে। আজাদী আস্থা ও ভালবাসার প্রতীক।সুখে দুঃখে ভালবাসায়, হাসি কান্নায়, বেদনায় আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করে চলেছে। প্রকাশনার শুরু থেকে আজ পর্যন্ত দায়িত্বশীলতার সাথে সেই আদর্শ ধরে রেখেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে কোটি জনগণের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে। গত কয়েক দশকে আজাদীর হাত ধরে বহু লেখক ও সাংবাদিকের জন্ম হয়েছে। এটা সত্য যে, মানুষের আস্থা এবং ভালবাসা নিয়ে সুদীর্ঘকাল জনপ্রিয়তা নিয়ে টিকে থাকা দৈনিক আজাদী এক অনন্য নজির স্থাপন করেছে। আজাদীর স্বর্ণালী ইতিহাস। সত্য, সুন্দর ও বস্তুনিষ্ঠার আপোষহীন নাম দৈনিক আজাদী। দৈনিক আজাদী শহর নগর ও গ্রামীণ জনপদের সকল ধরনের সংবাদ, বিজ্ঞাপন, সম্পাদকীয়, খেলাধুলা, শিক্ষা-সংস্কৃতি-সাহিত্য, নৃত্য বিতর্ক, গান আবৃত্তি বিশেষ করে শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান গবেষণা, সেমিনার-সিম্পোজিয়াম ইত্যকার বিষয়গুলোকে গুরুত্ব সহকারে প্রচার করে থাকে। আজাদীর ঐতিহ্য ধরে রাখার জন্য সম্পাদক এম এ মালেক, পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেককে ধন্যবাদ জানাই।

পূর্ববর্তী নিবন্ধআজাদীর প্রতি অদম্য ভালোবাসা
পরবর্তী নিবন্ধআজাদীর সেকাল-একাল