ঘূণপোকা

ফারজানা রহমান শিমু | সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২০ at ১:০৯ পূর্বাহ্ণ

অমলিন স্মৃতির চাদর
সময়ের ঘূণপোকা কাটে আজকাল।
সুগন্ধী রুমালে অশ্রুর দাগ
বিষাদের নীল বিষফল
দুপুরের হু হু করা বুক
অনুরাগ, বিরাগের উষ্ণ অসুখ
চুটিয়ে আড্ডা মারা মজার বিকেল
গোধূলির কনে দেখা রঙ
সন্ধ্যার অকারণ গুনগুন সুর
রাত্রির সুগভীর গোপন প্রণয়
কিছুই থাকেনা স্থির ঘূণের করালে
স্মৃতির কবর হয় বিস্মৃতির তলে।

পূর্ববর্তী নিবন্ধশূন্যের মহিমা
পরবর্তী নিবন্ধজ্বর ও নজর