শূন্যতাপ্রাপ্তি

সাগুফতা পারভীন হাসান | বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৭:১১ পূর্বাহ্ণ

যেদিকে দেখি চোখ ঘুরিয়ে শুধু পাই হাহাকার। শুনে, কে কার কথা এখানে? সবাই শূন্যতার অংক নিয়ে বসে আছে জীবনের লাভের আশায়…কেউ তার স্বপ্নকে বিক্রি করছে, কেউ তার দুঃখকে, আর কেউ বিক্রি করছে তার বহু মূল্যবান ঈমান। সবাই বাজারে বিক্রেতা। ক্রেতা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, তাই বলে কি দিন শেষে শূন্য হাতে ফিরে যাবে অপুরনো আশা নিয়ে?

পূর্ববর্তী নিবন্ধচবি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
পরবর্তী নিবন্ধআমাদের শেকড়