শুল্ক হ্রাস বা প্রত্যাহার করে দাম না বাড়ানোর সুযোগ রয়েছে

মোহাম্মদ সারোয়ার আলম

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ জানুয়ারি, ২০২৩ at ৯:১৮ পূর্বাহ্ণ

দেশের শীর্ষস্থানীয় ইস্পাত কারখানা গোল্ডেন ইস্পাতের পরিচালক মোহাম্মদ সারোয়ার আলম বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে অনেক বড় সংকট তৈরি হবে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমাদের স্টিল সেক্টরের অবস্থা এমনিতেই খুবই খারাপ। বিদ্যুৎ নিয়ে আমরা গত কয়েকমাস ধরে বেশ সংকটে ছিলাম। আমরা নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎই পাচ্ছিলাম না। প্রচুর লোডশেডিং করা হয়েছিল।

যাতে আমাদের উৎপাদন খরচ অনেক বেড়ে যায়। সাম্প্রতিক সময়ে বিদ্যুতের যোগান বেড়েছে, লোডশেডিংয়ের মাত্রা কমে এসেছে। কিন্তু এখন দাম বাড়িয়ে আবারো আমাদেরকে সংকটে ফেলে দেয়া হলো। এতে উৎপাদন খরচ বাড়বে। রডের দাম বাড়বে।

নির্মাণ খাতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। মানুষ এত দামে রড কিনে বাড়িঘর করতে পারবে না, যা সামাজিকভাবেও নেতিবাচক প্রভাব ফেলবে। মোহাম্মদ সারোয়ার আলম বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে যাতে উৎপাদন খরচ না বাড়ে তা নিশ্চিত করার পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি শুল্ক হ্রাস বা প্রত্যাহার করে ভোক্তা পর্যায়ে দাম না বাড়ানোর উদ্যোগ নেয়ার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধনিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কথা ভাবা উচিত
পরবর্তী নিবন্ধজীবনযাত্রার ব্যয় বাড়বে