জীবনযাত্রার ব্যয় বাড়বে

মাহবুবুল আলম

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ জানুয়ারি, ২০২৩ at ৯:১৮ পূর্বাহ্ণ

বিদ্যুতের মূল্যবৃদ্ধি ভোক্তা পর্যায়ে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করে চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম বলেছেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিষয়টি সুষ্ঠুভাবে সমন্বয় করা না গেলে নেতিবাচক প্রভাব পড়বে। এই সমন্বয়টা অত্যন্ত দক্ষতার সাথে এবং যৌক্তিকভাবে করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সবকিছুরই দাম বাড়বে। প্রত্যেকটি খাতেই এর প্রভাব পড়বে। জীবনযাত্রার ব্যয় বাড়বে। আবার সরকার যে পরিমাণ মূল্য বাড়িয়েছে অনেকেই তার সুযোগ নিয়ে নিজেদের মতো করে ফায়দা হাসিলের চেষ্টা করবে। ভোক্তাদের কষ্ট বাড়বে বলে মন্তব্য করে তিনি বলেন, বিদ্যুতের মূল্যের সাথে আমাদের প্রতিটি সেক্টরই জড়িত। প্রতিটি উৎপাদন খাতই এর দ্বারা চাপে পড়বে। তিনি ভোক্তা পর্যায়ের কথা বিবেচনায় রেখে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধশুল্ক হ্রাস বা প্রত্যাহার করে দাম না বাড়ানোর সুযোগ রয়েছে
পরবর্তী নিবন্ধফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড ব্যবহারে দিতে হবে টোল