শুভ জন্মদিন দৈনিক আজাদী

শুভাশীষ দত্ত ভানু | বুধবার , ৭ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৬ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর ৬৩তম জন্মদিনে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। ১৯৬০ খ্রিষ্টাব্দের ৫ সেপ্টেম্বর দৈনিক আজাদী পত্রিকার জন্ম। সেই থেকে পথ চলা এখনও অব্যাহত রয়েছে। দৈনিক আজাদী পত্রিকা স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র। এর প্রতিষ্ঠাতা আমার পরম শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল খালেক। চট্টগ্রামের এটি একটি জনপ্রিয় পত্রিকা। বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশে দৈনিক আজাদীর জনপ্রিয়তা রয়েছে। চট্টগ্রামের রাজনীতি থেকে শুরু করে সামাজিক, সাংস্কৃতিক, খেলাধূলা সব বিষয়ে আজাদী পত্রিকা সরব ভূমিকা পালন করে। বিভিন্ন ঘটনা জনগণের সামনে দৈনিক আজাদী তুলে ধরে।

আমাদের পরিবারে অনেক বছর ধরে আজাদীর সাথে আমরা সম্পৃক্ত। সেই ছেলেবেলা থেকে আজাদী পড়ছি। সকালবেলা চায়ের কাপ হাতে দৈনিক আজাদীর তথ্য সমৃদ্ধ লেখা, চট্টগ্রামের নিয়মিত খবর, জনগণের দৈনন্দিন সুখ দুঃখের খবর আমরা পেয়ে থাকি আজাদী পত্রিকার মাধ্যমে। প্রতিদিন অপেক্ষায় থাকি এই পত্রিকার জন্য। আমি আজাদীর একজন পাঠক। এবং একজন লেখক হিসেবে এই পত্রিকার সম্পাদক, সহযোগী সম্পাদক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দৈনিক আজাদীর এই শুভ জন্মদিনে পাঠক সমাদৃত এই পত্রিকার সফলতা বারংবার কামনা করছি এবং বিশ্বের প্রতিটি কোণায়, কোণায় যেন পৌঁছে যায় এই পত্রিকা। আরো সমৃদ্ধ আরো বেশি বেশি তথ্য নিয়ে যাতে এই পত্রিকা এগিয়ে যাক এই কামনা করি।

পূর্ববর্তী নিবন্ধসকালে চায়ের কাপে আজাদী
পরবর্তী নিবন্ধচাটগাঁর কইলজা আঁরার আজাদী