শীর্ষেই রইলো সাকিবের বরিশাল

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

দারুণ এক জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল সাকিবদের বরিশাল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় ১২ রানে জিতেছে বরিশাল। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে সাকিবের দল। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলতে পারে সিলেট। ৯ ম্যাচে ৬ জয়, ১ ড্র ও ২ হারে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো বরিশাল। ৮ ম্যাচে মাত্র ১ জয় ও ১ ড্রয়ে ৩ পয়েন্ট পাওয়া সিলেট রয়েছে তলানিতে। ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিলেটের দুই ওপেনার এনামুল এবং ইনগ্রাম মিলে যোগ করেন ৩৪ রান। ইনগ্রাম খেলেন ঝড়ো ৯০ রানের ইনিংস। ইনগ্রাম বিদায় নিতেই ম্যাচ থেকে একপ্রকার ছিটকে যায় সিলেট। ২৩ রান খরচে ২ উইকেট নিয়েছেন সাকিব। ব্র্যাভোও সমান উইকেট নিয়েছেন, তবে খরচ করেছেন ৪২ রান। কিন্তু শান্ত মাত্র ১ ওভার বল করে ২ রানে ২ উইকেট তুলে নিয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এর আগে টসে হেরে ব্যাট করতে নামা বরিশাল ফরচুন দারুণ শুরু করে। দুই ওপেনার মুনিম শাহরিয়ার এবং ক্রিস গেইল মিলে যোগ করেন ৭২ রান। সাকিব ফিরেন ১৯ বলে ২টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৩৮ রান করে। গেইল এবং ব্রাভো মিলে বরিশালকে নিয়ে যান ১৯৯ রানে। সিলেটের পক্ষে সোহাগ গাজি, স্বাধীন, আলাউদ্দিন বাবু এবং নাজমুল ইসলাম অপু প্রত্যেকে নিয়েছেন একটি করে উইকেট।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ক্রিকেট কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধসুপার ফোরে কোয়ালিটি,রাইজিং স্টার জুনিয়রের শুভসূচনা