শীতের ছড়া

ইকবাল বাবুল | বুধবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৩১ পূর্বাহ্ণ

শীত নেমেছে জেঁকে

কান রেখেছি ঢেকে

কান দিয়ে তাই ঢুকতে এখন পারছে না আর হাওয়া

যতোই আমার চারপাশে ঠিক করুক আসাযাওয়া

চেষ্টা করুক ফাঁক খুঁজে সে ঢুকতে চুপি চুপি

সে ফাঁকটুকু বন্ধ আমার পরেছি কানটুপি ।

এখন আমি গায় জড়িয়ে মায়ের উলের শাল

শীত ভেবেছে তার ভয়ে সব হবেই টালমাটাল

কিনতু আমি নই মোটেও তেমনটি এক খোকা

ভয় দেখিয়ে সহজ তো নয় ঠিক আমাকে রোখা

সকালবেলা স্নান করে সেই কলের শীতল জলে

নাস্তা সেরে ব্যাগ কাঁধে নিই, ইশকুলে যাই চলে।

কাঁপবো কী তাই বলে ?

সেই ধারণা ভুল

শীতের ভয়ে কামাই আমি করি না ইশকুল।

পূর্ববর্তী নিবন্ধখোকন সোনা
পরবর্তী নিবন্ধভাষার বি চি ত্র তথ্য