শীতার্তের আর্তনাদ

নিশাত ইসলাম (৩০,৮৮২) | বুধবার , ৫ জানুয়ারি, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

একটি কাপড় দাও হে বন্ধু
নিবারণ করি শীত,
তোমারই দানে হবো যে ধন্য,
গাইব তোমার গীত।
পেটের ক্ষুধা পারি না সইতে
তা যে দেখে না কেউ,
শীতের রাতে না খেয়ে ঘুমাই
উঠে কাঁপনের ঢেউ।
যাদের আছে প্রাণটা খুলে
আমাদের কিছু দাও,
দানেতে বাড়ে, কমে না কখনও
মানবতার গান গাও।

পূর্ববর্তী নিবন্ধশীত
পরবর্তী নিবন্ধরাতুলের অঙ্গিকার