শিশুসাহিত্য রচনার পূর্বশর্ত শিশুর প্রতি ভালোবাসা

তিনটি গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা

| বুধবার , ২৫ মে, ২০২২ at ৭:০৪ পূর্বাহ্ণ

রাদিয়া প্রকাশন আয়োজিত তিনটি গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, শিশুর প্রতি ভালোবাসা শিশুসাহিত্য রচনার পূর্বশর্ত। শিশু যে কোনো জিনিস দেখলে ধরতে চায়, ছুঁতে চায়। তাদের আগ্রহ ও আনন্দের জায়গাটুকু খবর রাখতে হয় শিশুসাহিত্যিকদের। বলা যেতে পারে, শিশু মনস্তত্ত্ব আয়ত্ত করে নেওয়া জরুরি। শিশুসাহিত্য যেন শিশুর আনন্দসঙ্গী হয়ে ওঠে, তার জন্য আমাদের ভাবতে হবে সব সময়।

গত ২১ মে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে এলিজাবেথ আরিফা মুবাশশিরার কিশোর উপন্যাস ‘আলোকের ঝরনাধারা’ মহীবুল আজিজের ছড়া ‘পদ্যের পথ্য’ এবং সৈয়দা সেলিমা আক্তারের ছড়া-কবিতা ‘মনের সাথে যাই হারিয়ে’ গ্রন্থের আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন প্রফেসর রীতা দত্ত, ড. মহীবুল আজিজ, অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা, বিপুল বড়ুয়া, সৈয়দা সেলিমা আক্তার, নেছার আহমদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক গোফরান উদ্দীন টিটু।

উপস্থিত ছিলেন দীপক বড়ুয়া, কবি আবু মুসা চৌধুরী, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, জসিম উদ্দিন খান, অধ্যাপক বিচিত্রা সেন, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্ত্তী, ইফতেখার মারুফ, রুনা তাসমিনা, আলী প্রয়াস, লিটন কুমার চৌধুরী, শামসুল আরেফীন, সুপলাল বড়ুয়া, আজিজা রূপা, হেলাল চৌধুরী, শিপ্রা দাশ, আলী আকবর বাবুল, সেলিম তালুকদার আকাশ, দিয়া বড়ুয়া, চৌধুরী সিয়াম ইলাহী, সূচনা ইসলাম, বিবেকানন্দ বিশ্বাস, শুভেন্দু মজুমদার, মাঈনুদ্দিন পারভেজ, মো. জাহিদুল ইসলাম মাহিম, ছাবের আহমেদ, অধ্যাপক ছাবেরা শারমিন, রানা কুমার সিংহ, শাহাদাত হোসেন অনিক, মো. সাজ্জাদ হোসেন সাগর, পংকজ বড়ুয়া, মিনু মিত্র, রাদিয়া আফরীন নাশরাহ্‌ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বামী অচ্যুতানন্দ পুরীর তিরোধান উৎসব
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ভেন্যু পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ