স্বামী অচ্যুতানন্দ পুরীর তিরোধান উৎসব

| বুধবার , ২৫ মে, ২০২২ at ৭:০৩ পূর্বাহ্ণ

বাঁশখালীর বাণীগ্রামে মহানির্বাণ তীর্থ শ্রীশ্রী দেবীধাম অঙ্গনে স্বামী অচ্যুতানন্দ পুরী মহারাজের ৩৯তম তিরোধান উৎসব উদযাপিত হয়েছে। গত ২১-২৩ মে তিন দিনব্যাপী উৎসব উপলক্ষে সমাধীপীঠে মঙ্গলারতি, মধুসূদন স্তুতি, বেদমন্ত্র পাঠ ও ধ্বজা উত্তোলন, সমাধিপীঠে পুষ্পাঞ্জলি নিবেদন, গুরুপূজা, তুলসী দান, ধর্মীয় সংগীতাঞ্জলি, ধর্মসভা, অষ্টপ্রহর মহানামযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। নন্দনকানন তুলসীধামের মোহন্ত ও জগন্নাথধামের সেবায়েত দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে ধর্মসভায় বক্তারা বলেন, স্বামী অচ্যুতানন্দ পুরী মহারাজ পুরো বাঁশখালী তথা সারাদেশের সনাতনী সম্প্রদায়ের আরাধ্য হয়েছেন নিজ যোগশক্তিবলে। বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধবিদ্রোহী কবি নজরুল
পরবর্তী নিবন্ধশিশুসাহিত্য রচনার পূর্বশর্ত শিশুর প্রতি ভালোবাসা