শিল্পপতি আবদুস সালাম আবারও রেড ক্রিসেন্টের ট্রেজারার

| শনিবার , ৩০ মার্চ, ২০২৪ at ৫:৫৯ পূর্বাহ্ণ

দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ ফোরামের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম পুনরায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার নির্বাচিত হয়েছেন। এই পদে অন্যকোনো প্রার্থী না থাকায় চূড়ান্ত তালিকায় বিশিষ্ট শিল্পপতি আবদুস সালাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ট্রেজারার নির্বাচিত হন। গত বৃহস্পতিবার রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ (২০২৪২০২৬) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড. মো. আবদুল মোতালেব মিয়া, দুই নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, মো. শহিদুল ইসলাম শাহীন এবং মহাসচিব কাজী শফিকুল আমিন স্বাক্ষরিত এ তালিকা প্রকাশ করা হয়।

মোহাম্মদ আবদুস সালাম আমেরিকান ইউনিভার্সিটি অফ লুইজিয়ানায় গ্রাজুয়েশন শেষ করে ১৯৮৫ সালে বাবা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবু তাহের সওদাগরের ব্যবসায় যোগ দেন। বর্তমানে তিনি চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজির (সিবিইউএফটি) ভাইস চেয়ারম্যান (ট্রাস্টি বোর্ড) হিসেবে দায়িত্বপালন করছেন। এছাড়া তিনি বিজিএমইএ’র প্রথম সহসভাপতি, এফবিসিসিআইয়ের পরিচালক, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ড মেম্বার, চট্টগ্রাম চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিটাগাং ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী থেকে চুরি হওয়া দুটি বাইক বান্দরবান ও চকরিয়ায় উদ্ধার
পরবর্তী নিবন্ধভুট্টা চাষে ঝুঁকছে মীরসরাইয়ের কৃষক