শিল্পকলায় ‘সারারাত্রি’

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ২৬ ডিসেম্বর, ২০২১ at ৫:২৯ পূর্বাহ্ণ

নাটকের দল ‘প্রসেনিয়াম’ এর নাটক ‘সারারাত্রি’ মঞ্চস্থ হলো গত ২৪ ও ২৫ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমিতে। বাদল সরকার রচিত নাটকটিতে অভিনয় করেছে মোকাদ্দেম মোরশেদ, মিশফাক রাসেল, জয়া প্রযুক্তা,আনিকা ফেরদৌস, সুহাইলা,নওফাহ সালসাবিল সিজু,জারিন,আকমান রাসুল মিলু ও মারিয়া খানম। নির্দেশনা দিয়েছেন মোকাদ্দেম মোরশেদ, আলোক পরিকল্পনায় মোসলেম উদ্দিন সিকদার আলোক প্রক্ষেপণ আজমল নবীন, নাটকটির মঞ্চসজ্জা ও পোশাক পরিকল্পনা করেছেন সিরাজাম মুনিরা স্বর্না, কোরিওগ্রাফি পরিচালনায় মিতাশা মাহরীণ, আবহ সঙ্গীত পরিকল্পনায় মোকাদ্দেম মোরশেদ ও শব্দ প্রক্ষেপন দিদারুল আলম।
বর্ষণ মুখর সন্ধ্যায় বেড়াতে বের হওয়া এক দম্পতি ঝড়জল থেকে পরিত্রাণের জন্য আশ্রয় নেয় এক পুরানো ভাঙ্গা পৌড় বাড়িতে আর সেখানে আবির্ভাব হয় রহস্যময় এক প্রৌঢ়ের, যিনি নিজেকে পৌড় বাড়ির মালিক বলে দাবি করেন। সারারাত্রির বৃষ্টি পড়ে, সারারাত্রির তিনজনে বুনে চলে কথার মালা। ধীরে ধীরে প্রকাশিত হয় দম্পতির সাত বছরের দাম্পত্য জীবনের খুটিনাটি পাওয়া না পাওয়ার অনুসুচনা অনুবেদনা ধরা দেয় চেপে থাকা এক তৃতীয় সম্পর্ক যার দায় থেকে মুক্তি পায় না প্রৌঢ়ও। তৃতীয় সম্পর্কের জেদ ধরে চলে অব্যক্ত কথন.. .. .. … … …
উল্লেখ্য গত ১৮ নভেম্বর মননে অনুরণন এই বিষয় কে প্রতিপাদ্য করে ফারজানা মুনমুন কে দলীয় প্রধান ও মিশফাক রাসেল কে প্রধান সমন্বয়ক করে ২৩ সদস্য বিশিষ্ট প্রসেনিয়ামের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়। এই নাটকটি দলের প্রথম পরিবেশনা হিসেবে সমাদৃত হয়েছে বেশ।

পূর্ববর্তী নিবন্ধইমনকে নিয়ে ‘মাফিয়া’র সেটে ‘ফিরছেন’ মাহি
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ