শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন কাল

আজাদী প্রতিবেদন | শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ৪:৪৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন কাল। আগামীকাল রোববার নগরীর হোটেল আগ্রাবাদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ২৪টি পদের বিপরীতে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের শিপিং সেক্টরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে হোটেল আগ্রাবাদের ইছামতি হলে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নির্বাচনে জেনারেল

ক্যাটাগরির ১২৭জন এবং এসোসিয়েট ক্যাটাগরির ১০৩ জন মিলে সর্বমোট ২৩০ জন ভোটার জেনারেল ক্যাটাগরিতে ১৬ জন এবং এসোসিয়েট ক্যাটাগরির ৮ জন পরিচালক নির্বাচিত করবেন। বিজয়ী পরিচালকেরা নিজেরা প্রেসিডেন্টসহ অন্যান্য পদের কর্মকর্তাদের নির্বাচিত করবেন।

নির্বাচনে তফশীল ঘোষিত হলে সর্বমোট ৫১ জন প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। সর্বশেষ ১৯ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন অনেকেই তাদের আবেদন প্রত্যাহার করে নেন। সর্বশেষ জেনারেল ক্যাটাগরিতে ২১ জন এবং এসোসিয়েট ক্যাটাগরিতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে

বিগত মেয়াদের মতো এবারও বর্তমান চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বে সম্মিলিত পরিষদ জেনারেল ক্যাটাগরিতে ১৬ জন এবং এসোসিয়েট ক্যাটাগরিতে ৮ জনের একটি প্যানেল ঘোষণা করেছে। এর বাইরে জেনারেল ক্যাটাগরিতে ৫জন এবং এসোসিয়েটস ক্যাটাগরিতে ২জন প্রার্থী নির্বাচনে

প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান তারেক কামাল ভোটাদের নির্ধারিত সময়ের মধ্যে ভোটাধিকার প্রয়োগের আহ্‌বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবারের মতো রমজানে বিএনপির কর্মসূচি
পরবর্তী নিবন্ধনির্যাতনের পর শিশু খুনের ঘটনা বাড়ছে