শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে তৈরি হতে হবে

নাজিরহাট কলেজে নবীন বরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

| শনিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৩২ পূর্বাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যেমন ক্ষুধা লাগলে মায়ের কাছে ফিরে যাও। তোমার যেমন তৃষ্ণা আছে, এই দেশমাতৃকারও তেমন ক্ষুধা আছে, তৃষ্ণা আছে।

এই দেশ, ভাষা এবং সংস্কৃতিকে যখন আমরা শুদ্ধভাবে আলিঙ্গন না করি। শুদ্ধ ভাষায় অধ্যয়ন না করি। যখন দেশমাতৃকা কষ্ট পায়।

গত বৃহস্পতিবার চট্টগ্রামে নাজিরহাট কলেজে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাজিরহাট কলেজের গভর্নিং বডির সভাপতি মাহ্‌মুদ সালাহ্‌উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিচ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া, উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম ও অধ্যাপক কে এম

মহিউদ্দীন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ শোয়াইবুল আলম, মো. আজিজ রায়হান, সামিয়া আলম ও জুবাইদুল আলম। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক মো. শাহ জামান সরকার, অধ্যাপিকা মোসফেকা চৌধুরী ও অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দীন। শেষে কলেজ সাংস্কৃতিক ফোরাম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত করে।

পূর্ববর্তী নিবন্ধতুরস্কে ভূকিম্প বিধ্বস্ত এলাকায় যাচ্ছে গাউসিয়া কমিটির ত্রাণ
পরবর্তী নিবন্ধমরহুম সিরাজুল হক মিয়া ছিলেন নেতাকর্মীদের সুখ-দুঃখের সাথী